দেশের সবল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তীর কর্নার স্থাপনের নির্দেশ

7

কাজিরবাজার ডেস্ক :
দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তীর কর্নার স্থাপন করার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
অফিস আদেশে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৪ নভেম্বর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২১ সালের ২৫ নভেম্বরের নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তীর কর্নার স্থাপন করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
অফিস আদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সব পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের সব অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সব উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক, সব জেলা শিক্ষা অফিসার, সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।