ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকের খাদ্য সহায়তা অব্যাহত

9

ওসমানীনগর থেকে সংবাদাতা :
সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে বাড়ছে করোনার প্রাদুর্ভাব। বেড়েছে অসহায় মানুষদের দুর্ভোগ। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে হতদরিদ্র পরিবারগুলোর। ওসমানীনগরে দুর্যোগকালিন সময়ে অসহায়দের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে’। অসহায় পরিবারের খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কর্মহীন দরিদ্র পরিবারগুলোকে করে যাচ্ছেন অব্যাহত খাদ্য সহায়তা। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর ও চাতলপার বাজারে বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা ও সাদিপুর ইউনিয়নের অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারে মধ্যে এসোসিয়েশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে গত শুক্রবার বিকালে সংগঠনের পক্ষ থেকে উমরপুর, তাজপুর, গোয়ালাবাজার, উসমানপুর ইউনিয়নের শ্রমজীবী লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সহায়তার তালিকায় ছিল, ২০ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ২ লিটার তৈল, ২০০ গ্রাম দুধ, ২০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম মরিচ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি লবণ ও ২ কেজি ময়দা। বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন, বিবিয়ানা প্রোপাইটিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলার গোয়ালাবাজারের হাজি মাকের্টস্থ বিবিয়ানা মডেল ফার্মেসির পরিচালক এস এম মাসুদ আহমদ, বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছালিকুর রহমান ছালিক, সমাজ সেবক তাজুল ইসলাম, সিএনজি চালিত অটোরিক্সা বেগমপুর উপ-পরিষদ শ্রমিক ইউনিয়নের সভাপতি সফি আহমদ ও সমাজসেবী মাহবুবুর রহমান রুমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার মহামারিতে গৃহবন্দিতে থাকা নিম্ন ও মধ্যেবিত্তদের সার্বিক সহায়তা এগিয়ে এসছেন আমাদের প্রবাসীরা।