আলোচিত পকেটচোর পপিকে আদালতে প্রেরণ করা হবে আজ

3

স্টাফ রিপোর্টার :
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার হওয়া আলোচিত পকেটচোর ও ছিনতাইকারী সীমা বেগম পপিকে ২ দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, বুধবার রিমান্ডের দ্বিতীয় ও শেষ দিন ছিল।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে পপি’র কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করে অভিযান চালানো হবে।
এর আগে গত রবিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন দিতে আসা লোকজনের ভিড়ে এক নারীর স্বর্ণের হার ও দুল চুরিকালে পপি জনতার হাতে আটক হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন জনতা। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ফাহমিদা নামের এক নারী মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরদিন পপিকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করে পুলিশ। এ সময় ২ দিনের জন্য রিমান্ডে নেওয়ার নির্দেশন দেন আদালত।