পর্যটকদের সেবার মান উন্নয়নে জাফলং পর্যটন ব্যবসায়ীদের সাথে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময় সভা

21

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের সংগ্রাম ভিউ পর্যটন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও পর্যটকদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে জাফলং ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাফলং সংগ্রাম ভিউ পর্যটন ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর সানী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, জাফলং গ্রীণ রিসোর্টের স্বত্ত্বাধিকারী ও জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই মো. জসিম উদ্দিন, জাফলং সংগ্রাম ভিউ পর্যটন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নাহিদুল হক জুয়েল, আরিফুজ্জামান আবির, যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, কোষাধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মানিক হোসেনসহ ব্যবসায়ীবৃন্দ।
সভার পূর্বে জাফলং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ।