জগন্নাথপুরে রাণীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে উত্তেজনা

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাণীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচন হওয়া ও না হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। তাই নির্বাচনের দাবিতে ২৭ ফেব্রুয়ারি রবিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বর্তমান বাজার সেক্রেটারি আজমল হোসেন মিঠু সহ ৫৯ জন ব্যবসায়ী স্বাক্ষরিত স্বারকলিপি প্রদান করেন।
এদিকে-বিকেলে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে এ নিয়ে ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়। সভায় ৯ জন ব্যবসায়ী প্রার্থীতা ঘোষণা করেন। এ সময় নির্বাচন ছাড়া সমঝোতা বোর্ডের মাধ্যমে বাজার সেক্রেটারি পদে একজনের নাম প্রস্তাবের আহবান জানানো হয়। এতে আবারো নির্বাচনের দাবিতে প্রতিবাদ করেন বর্তমান বাজার সেক্রেটারি আজমল হোসেন মিঠু। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন চেয়ারম্যান পক্ষের লোকজন। ঘটে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে রাণীগঞ্জ বাজার সেক্রেটারি আজমল হোসেন মিঠু জানান, চেয়ারম্যানের লোকজন নির্বাচন ছাড়াই তাদের মনোনীত ব্যক্তিকে সেক্রেটারি বানাতে চাইছেন। এতে আমি সহ বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ করায় ও নির্বাচনের দাবি জানালে তাদের লোকজন আমার উপর হামলা করে এবং হাতাহাতির ঘটনা ঘটে।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, বাজারের ব্যবসায়ীরা চাইছেন নির্বাচন ছাড়া সমঝোতায় সেক্রেটারি বানাতে। সভায় সমঝোতা বোর্ডে ৯ জন প্রার্থীর মধ্যে ৫ জনই আবুল কাশেমের নাম প্রস্তাব করেছেন। এতে মিঠু সেক্রেটারি হতে না পারায় নির্বাচন চাইছে। নির্বাচন চাইলে সমঝোতা বোর্ডে গেল কেন। এ নিয়ে কিছু মানুষ উত্তেজিত হন। তবে কোন হাতাহাতির ঘটনা ঘটেনি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, বাজার ব্যবস্থাপনা কমিটির নীতিমালার রূপরেখা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।