ভাসমান মানুষকে সচেতন করতে নেতৃস্থানীয় মানুষকে এগিয়ে আসতে হবে – ডা. হিমাংশু লাল রায়

3
বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট কার্যালয়ের আয়োজনে ও সিফডিয়ার সহযোগিতায় খাদিম পীরের বাজার বেদে সম্প্রদায়ের মধ্যে ভ্রাম্যমান করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্থ্যসম্মত সুরক্ষিত জীবন প্রতিষ্ঠায় ভাসমান মানুষকে টিকাদানে উৎসাহিত ও সচেতন করে তুলতে সমাজের নেতৃস্থানীয় মানুষকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য সম্মত নিরাপদ জীবন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সেই উদ্যোগকে সফল করতে করোনার ভয়াবহ গ্রাস থেকে কর্মজীবী ভাসমান মানুষকে সুরক্ষিত রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। ভাসমান মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসাবে খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজারে বেদে সম্প্রদায়ের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন কালে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সকালে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার সহযোগিতায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. নূরে আলম শামীম, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর প্রশাসনিক অফিসার এম গৌছ আহমদ চৌধুরী, সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়া’র উপদেষ্টা সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সিফডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল মুহিত দিদার প্রমুখ। বিজ্ঞপ্তি