লায়ন্স ক্লাব অব সিলেট’র ৪৮তম অভিষেক সম্পন্ন

2
লায়ন্স ক্লাব অব সিলেটের ৪৮তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ সহ অতিথিবৃন্দের সাথে ক্লাবের নেতৃবৃন্দ।

লায়ন্স ক্লাব অব সিলেট’র ৪৮তম অভিষেক সম্পন্ন হয়েছে। সোমবার রাতে সিলেট নগরীর একটি হোটেলে ৪৮তম অভিষেক, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ডিজি টিমকে সংবর্ধা প্রদান করা হয়।
পৃথক অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট’র প্রেসিডেন্ট লায়ন মো: মুহিতুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী লায়ন মো: আব্দুল্লাহ আল মামুন সামনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন হাবিবুর রহমান এমজেএফ, ১ম ভাইস ডিস্ট্রিস্ট গভর্ণর লায়ন শরীফ আলী খান এমজেএফ, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আইপিপি এবং পিডিজি লায়ন প্রফেসর ডা: আজিজুর রহমান, কেবিনেট সেক্রেটারী লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন, কেবিনেট ট্রেজারার মীর শফিকুল আলম কনক এমজেএফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অভিষেক অনুষ্ঠানের কনভেনার লায়ন ডা: সুলাইমান আহমদ। কিনোট উপস্থাপন করেন, লায়ন ইমরান আহমদ এমজেএফ। এসময় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লায়ন এমএস জামান চৌধুরী বাহার, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী, লায়ন আফতাব আহমদ। এছাড়াও সকল অনুষ্ঠানে ঢাকা ও সিলেটের সকল ক্লাবের লায়ন ওপ লিও সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি