শ্রীমঙ্গল শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশী অভিযান

6

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
অবৈধভাবেই ফুটপাত দখল করে পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট লেগেই থাকে। ফুটপাত দখল মুক্ত রাখতে পুলিশী অভিযান করা হয়।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামীম অর রশিদ তালুকদারের নেতৃত্বে শহরের যানজট নিরসন ও অবৈধ ফুটপাত দখলদারের কাছ থেকে ফুটপাত দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ওসি (অপারেশন)নয়ন কারকুন সহ থানার পুলিশ সদস্যবৃন্দ।
শহরের হবিগঞ্জ রোড, ষ্টেশন রোড, চৌমুহনী সহবিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামীম অর রশিদ তালুকদার দোকানদার তাদের নিধারিত স্থানের বাহিরের দোকানের আসবাবপত্র না রাখার জন্য অনুরোধ করেন। দোকানদারদের বলেন, আজ অনুরোধ করছি ভবিষ্যতে এই রকম হলে জরিমানা করবো।পর্যটন শহরের হাটাচলা করা রাস্তা বন্ধ করে পথচারীদের চলাচলপথ বন্ধ করে যানজট লাগিয়ে রাখেন।