বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান বিষয়ক কর্মশালা

5
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্সের সহযোহিতায় বিদেশ ফেতর কর্মীদের কর্মসংস্থান বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।

২০ ফেব্রুয়ারি রবিবার চেম্বার কনফারেন্স হলে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অন বিজনেস এন্ড ফাইনান্স ম্যানেজমেন্ট ফর মাইগ্রান্ট ওয়ার্কাস শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। সিলেটের প্রবাসীরা বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। প্রতিবছর যেসব প্রবাসী বিভিন্ন কারণে দেশে ফিরে আসেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সিলেট চেম্বারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা প্রদানের সর্বদা প্রস্তুত রয়েছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল আসিফ আইয়ুব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আইএলও মাইগ্রেশন প্রজেক্ট এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার তানজিল আহসান, মাজহারুল ইসলাম, রিডো বাংলাদেশ এর এক্সিকিউটিব ডায়রেক্টর নাসির উদ্দিন আহমেদ, ডিমো সিলেটের ডেপুটি এসিসটেন্ট ডায়রেক্টর মোঃ মাহফুজ উল আবিদ, সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সিনিয়র ইন্সট্রাকটর মোঃ জাকির হোসেন, আইডিইএ এর মানবসম্পদ ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান, উইসেপ বাংলাদেশ সিলেট রিজিওন এর অফিসার শ্রী ডেবজতি দাস, ব্রাক আরএসসি সিলেট এর ডিসট্রিক্ট ম্যানেজার কাজী খায়রুন নাহার, হবিগঞ্জ এস.ডি এম ফাউন্ডেশনের সেক্রেটারী নিশি চৌধুরী, টমি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর প্রিন্সিপাল হেলাল উদ্দিন আহমদ, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, সিলেট চেম্বারের এক্সিকিউটিভ অফিসার ও সিলেটের মাইগ্রেশন রিসোর্স সেল (এমআরসি) এর মাইগ্রেশন অফিসার শাহআলম রাফি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি