দিরাইয়ে অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

9

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
উপজেলার বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনগণ। মঙ্গলবার বেলা ৩টায় বোয়ালিয়া বাজার শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধাইপুর গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং শাহ নুর আলমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইসহাক মিয়া, আইয়ুব আলী, আবু তাহের চৌধুর, সুপার দাস, রুপ মিয়া, শিকদার মিয়া, সুখ লাল দাস, গৌরাঙ্গ দাস, আবদুল মন্নান, ইন্দ্রজিৎ চক্রবর্তী, এয়াবুর মিয়া, প্রধান শিক্ষক সুকেতু রঞ্জন দাস, সত্তার মিয়া সত্যেন্দ্র দাস, জতিন্দ্র দাস, ইউপি সদস্য ইলিয়াছ মিয়া, সোনাচাদ দাস, ঝুনু মিয়া প্রমুখ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আশীষ দাস, রুনেল আহমেদ, সাইফুল ইসলাম, দিলোয়ারা বেগম, সুত লল দাস, অমর চাঁদ দাস, কামরুল আহমেদ, মাসুমা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কিছু কুচক্রী মহলের ইন্ধনে স্থানীয় দুশ্চরিত্রা মহিলার মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে অধ্যক্ষ নৃপেন্দ্রকে ফাঁসানো হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তারা আর বলেন, যার জীবনের মেধা, শ্রম ও সম্পত্তি দান করে অঁজোপাড়া গায়ের এ কলেজটিকে সিলেট বিভাগের শীর্ষ স্থান লাভ করেছে, চিহ্নিত কুচক্রী মহল বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজটিকে ধ্বংস করতে নৃপেন্দ্র বাবুকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই কুচক্রী মহলের কলেজ ধ্বংসের পাঁয়তারা রুখে দেওয়ার ঘোষণা দেন।
তথাকথিত ওই নারীর চক্রান্তে এলাকার অনেককেই ফাঁসিয়ে সম্মান হানি করেছে। এ নারীর চক্রান্তে পড়ে এনজিও এক কর্মকর্তার চাকরিও হারিয়েছে।
প্রতিবাদ সমাবেশে দিরাই, শাল্লা, নবীগঞ্জ, জগন্নাথপুর ও বানিয়াচং এই পাঁচ উপজেলারবাসী, চৌকি বাউসী, ভাইটগাঁও, ধাইপুর, সোনাপুর, জগন্নাথপুর, আমরাখাই, হরিনাকান্দি, মেঘনারকান্দি, রৌয়াইল, সাউদেশ্রী, মার্কুলী, ধীতপুর, সোয়াতিয়র, হাতিয়া, সুরিয়ারপার, আকিলশাহ, কুলঞ্জ, তেতৈয়াসহ ২৭ গ্রামের কয়েক শতাধিক মানুষ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। প্রসঙ্গত, সাবেক নারী সদস্য রাজরানী চক্রবর্তীর দায়েরকৃত পর্নোগ্রাফি মামলায় বিগত ২৪ জানুয়ারি হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার দাস ও সহোদর ছোট ভাই ১নং বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঙ্গলালা দাসকে জেল হাজতে প্রেরণ করেন।