আমি অন্য কারো সমর্থনে নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করিনি — ডা. শেখ মোঃ মনসুর রহমান

15

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বতর্মান চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার ছেলে, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক, টেলিফোন প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা. শেখ মোঃ মনসুর রহমান অন্য কোন প্রার্থীকে সমর্থন না দিয়েই নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘অথচ মোল্লারগাঁও ইউপি নির্বাচনে অন্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের সমর্থনে আমি সমর্থন প্রদান করে প্রার্থীতা প্রত্যাহার করেছি বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়।’ (২৯ জানুয়ারি) শনিবার রাতে এক বিবৃতিতে মোল্লারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডা. শেখ মোঃ মনসুর রহমান এ অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত ২৬ জানুয়ারি বুধবার রাতে ইউনিয়নের মকন দোকানস্থ হামিদা খাতুন শিশু বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নবাসীর পক্ষ থেকে বতর্মান চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়াকে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে হাজার কয়েক মানুষের উপস্থিতিতে পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপট বর্ণনা করে নির্বাচন থেকে আমি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছি। কিন্তু এ সময় আমি অন্য কোন প্রার্থীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহারের কথা উল্লেখ করিনি। অথচ মহল বিশেষের ষড়যন্ত্রে কোন কোন প্রার্থী নিজেদের সমর্থনে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা কোনভাবেই সংগত নয়। আমার মনে হচ্ছে মহল বিশেষের যোগসাজশে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে ফায়দা হাসিলের অপচেষ্টা করা হচ্ছে। তাই এ রকমের অপকর্ম থেকে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীদের বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি