দ্রুত সময়ে সেবা পেতে বড় হচ্ছে সিলেট পাসপোর্ট অফিস

5

কাজিরবাজার ডেস্ক :
সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে সাধারণ মানুষকে আরও দ্রুততায় ও সহজে পাসপোর্ট সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সারাদেশে নতুন করে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন করতে চায় সরকার। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের সম্প্রসারণের লক্ষ্যও রয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা দিতে চায় সরকার।
পরিকল্পনা কমিশন সূত্র বলছে, এ সংক্রান্ত প্রকল্প গত পরশু, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। প্রকল্পে ব্যয় হবে ১২৮ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে হবে এ কাজ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর এবং গণপূর্ত অধিদফতর এ সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের কাজ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা।
এই প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদমাধ্যমকে বলেন, জনসাধারণের পাসপোর্ট পাওয়া সহজ করতে প্রকল্পটি নেওয়া হয়েছে। বাস্তবায়ন শেষে সাধারণ মানুষ উপকৃত হবেন, হয়রানি কমবে।