দক্ষিণ সুনামগঞ্জে পোনা মাছ অবমুক্ত

26

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে শিমুলবাক ইউনিয়নের ভান্ডাবিল ও হাজিরা বিলে মোট ৩ শত ৭৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় শিমুলবাক ইউনিয়নের কিদিরপুর কমিউনিটি ক্লিনিকের সম্মুখের ভান্ডাবিল ও রামেশ^রপুর বাজার সংলগ্ন হাজিরা বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-মৎস্য অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মো. মোশারফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, শান্তিগঞ্জ কার্প হ্যাচারী কর্মকর্তা অশোক রঞ্জন দাস, উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানছুরুল হক, শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, যুবলীগ নেতা শাকির আহমদ, মাসুদ পারভেজ, উপজেলা সমবায় অফিস সহকারী মো. নুর হোসেন, ইউপি সদস্য ছাইদুল ইসলাম,সুমান আহমদ প্রমুখ।