জগন্নাথপুরে খাল-বিল শুকিয়ে মাছ নিধন, হুমকির মুখে মাছের বংশ বিস্তার

0

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে খাল-বিল শুকিয়ে অবাধে মাছ নিধনের হিড়িক পড়েছে। হাওর বেষ্টিত উপজেলা জগন্নাথপুরে এক সময় প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। তবে বিগত কয়েক বছর ধরে সরকারি ভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণ এবং খাল-বিল শুকিয়ে মাছ নিধণের কারণে দিনেদিনে মাছের আকাল দেখা দিয়েছে। মাছের এলাকায় মাছের আকাল কেউ মেনে নিতে পারছেন না।
প্রতি বছরের মতো এবারো উপজেলার বিভিন্ন হাওরে থাকা খাল-বিল পানির মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে মাছের বংশ বিস্তার। অনেক স্থানে খাল-বিল শুকিয়ে যাওয়ায় পানি সংকটে পড়েছে জমিতে রোপণকৃত বোরো ধান। কৃষকরা প্রতিবাদ করলেও কাজে আসছে না। এ নিয়ে বেশ কিছু দিন আগে উপজেলার নলুয়ার হাওরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবুও থেমে নেই খাল-বিল শুকিয়ে মাছ নিধন। হাওর পারের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অনেকে নাম প্রকাশ না করে বলেন, বিভিন্ন ইজারাদার খাল-বিল শুকিয়ে মাছ ধরার কারণে বিল পাড়ে থাকা জমিগুলো পানি সংকটে পড়েছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। ইজারাদাররা খুবই প্রভাবশালী। প্রতিবাদ করলেই নানা বিপদে ফেলে দেয়া হয়।
এ বিষয়ে ২৪ জানুয়ারি সোমবার জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, খাল-বিল শুকিয়ে মাছ নিধন দন্ডনীয় অপরাধ। এসব বন্ধে ব্যবস্থা নেয়া হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, খোঁজ-খবর নিয়ে খাল-বিল শুকিয়ে মাছ নিধন বন্ধ করতে ব্যবস্থা নেয়া হবে।