কবির মাহমুদ

5

আমি আধুনিক হয়েছি :

এক টুকরো শাদা কাগজে
লেপন করা দেহটায় রঙ লাগিয়ে
আজ ডিজিটাল হয়েছি!
ডিজিটাল হয়েছি কথাবার্তায়, চলন-বলনে!
রক্ত মাড়িয়ে ভাষাকে জয় করে
কাগজে কলমে সংবিধানে লিপি করে
ইংরেজিতে দক্ষ হয়ে খুব স্মার্ট হয়েছি!
মনের আনন্দে গুনগুনে যখন গান ধরি
তখনও মনে বিদেশি ভাব জেগে ওঠে এবং কণ্ঠে
গেয়ে যাই “হাম তুমকো”, “লাল দোপাট্টা”
কিংবা তেরেনাম!
সাদাসিধেকে ছুটি দিয়ে
আধুনিকায়ন এনেছি বেশভূষে।
চুলকে কাট মেরে রোনালদো কিংবা নেইমার সেজেছি!
ছেঁড়া আর তালি দেয়া প্যান্টটাই আমাকে
আধুনিক করেছে!
আগেকার মোটা সেলোয়ারটা নাইটি করেছি,
কামিজকে সেমিজ করে উপরে নিয়ে এসে
মোটা কাপড়টা ছুড়ে দিয়ে
আমি আধুনিক হয়েছি !
আমি আধুনিক হয়েছি বলেইÍ
বাবা ড্যাডি হয়েছেন, মাকে বানিয়েছি মম!