জগন্নাথপুরে গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার আটক

39
জগন্নাথপুরে আটককৃত গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার আটক করা হয়েছে। এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ১১ মে শনিবার রাতে স্থানীয় গ্যাস ব্যবসায়ীরা একটি পিকআপ গাড়ি ভর্তি অবৈধ গ্যাস সিলিন্ডার আটক করেন। পরে এসব গ্যাস থানা পুলিশে সোপর্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত।
১২ মে রবিবার স্থানীয় গ্যাস ডিলার ও বিভিন্ন গ্যাস কোম্পানীর কর্মকর্তারা জানান, সিলেটের বিভিন্ন স্থানে একটি চক্র বিভিন্ন কোম্পনাীর খালি বোতলে নি¤œমানের অবৈধ গ্যাস বাইপাস করে ভর্তি করে কম মূল্যে বাজারজাত করছে। প্রতি বোতলে ১২ কেজি গ্যাস থাকার কথা থাকলেও থাকে অনেক কম। এসব অবৈধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার আশঙ্কা বেশি থাকে। এসব গ্যাস কিনে ক্রেতারা প্রতারণার শিকার হয়ে আসছেন। এ রকম একটি গ্যাসের চালান জগন্নাথপুরে ধরা পড়েছে। আটককৃত গ্যাসের মালিক হচ্ছেন জগন্নাথপুর বাজারের আরেক গ্যাস ব্যবসায়ী মাওলানা ফারুক আহমদ বলে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা জানান। এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা ফারুক আহমদ বলেন, আমি হচ্ছি পেট্রোম্যাক্স নাভানা গ্যাস কোম্পানীর বৈধ ডিলার। আমাকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব বলেন, গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি থানায় আটক আছে। এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, আটককৃত গ্যাস নিয়ে বিস্ফোরক দলের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।