মৌলভীবাজার তৈলংছড়া ত্রিপুরা পল্লীতে শিশু শিক্ষার্থীকে নিয়ে ত্রিপুরী ভাষা মৌলিক কোর্স সম্পন্ন

2

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে সামীন্তবর্তী চাম্পারার গহীন অরন্য এলাকা ত্রিপুরা পল্লী তৈলংছড়া গ্রামে ধর্মীয় উপাসনালয়ে শিশু শিক্ষার্থীকে নিয়ে ১০ দিনব্যাপী ত্রিপুরী ভাষা শিক্ষার মৌলিক কোর্স সম্পন্ন হয়েছে।
১৯ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটার দিকে ত্রিপুরা পল্লীর গীর্জায় ত্রিপুরী ভাষা মৌলিক কোর্সের সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
তৈলংছড়া ত্রিপুরা পল্লীর হেডম্যান করুণা দেববর্মার সভাপতিত্বে ও নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন ললিতকলা একাডেমীর পরিচালনা কমিটির নির্বাহী সদস্য অঞ্জনা সিনহা, ললিতাকলা গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজারের বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের মো.সাইফুল ইসলাম, সাংবাদিক সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয়, মোনায়েম আহমদ এবং ত্রিপুরী ভাষা কোর্সের শিক্ষিকা নয়ন বালা প্রমুখ।