খোলা বাজারে আজ থেকে চাল ও আটা বিক্রি শুরু

5

স্টাফ রিপোর্টার :
সরকার উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করছে। আজ বৃহস্পতিবার ১ হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে। এখানে প্রতি কেজি চাল ও আটা যথাক্রমে ৩০ টাকা ও ১৮ টাকায় পাওয়া যাবে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খোলা বাজারে চাল ও আটা বিক্রির কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই চালের আমদানি খরচ ৩৬/৩৭ টাকা হলেও ভর্তুকি মূল্যে বিক্রি হবে।
ওএমএসে মান সম্পন্ন চাল বিক্রি হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। পচার মতো চাল গোডাউনে নেই। মজুতকৃত চাল মানসম্পন্ন, ফলে মানুষ খাবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরে মনিটরিং টিম গঠন করা হয়েছে, জেলা-উপজেলা পর্যায়ে টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, অবৈধ মজুতদার চিহ্নিত করতে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।