মানুষের জন্য মানুষ

17

রুস্তম আলী :

পৃথিবীতে মানুষের জন্য মানুষ
এ’কথা কি করে বলব কাকে
কে শুনে কার বাণি
মানুষ যতই হোকনা উজবুক
তবু সে মনে মনে মহাপুরুষ।
আমার ভাবতে অবাক লাগে সত্যি-
একজন আরেকজনের কি করে রক্ত ঝরায়;
বিতাড়িত করে দেশ থেকে,
ক্ষুধার্তের মুখের গ্রাস কেড়ে খায়,
তাতে কি করে মনে আসে তৃপ্তি।
আমার এসব কথা শুনে এসব দৃশ্য দেখে অতৃপ্ত লাগে
কষ্টে বক্ষ ফেটে যায়। গোপনে অন্তর পুড়ে।
আমি পারবনা কারও ঘর ভেঙে দেশ থেকে বিতাড়িত করতে,
আমি পারবনা কারও মুখের রাস কেড়ে খেতে,
প্রতিজ্ঞা বদ্ধ তাই অসহায় ক্ষুধার্তের মুখে অন্তত নুন ভাত তুলে দিতে
লজ্জা ঢাকতে হাতে বস্ত্র তুলে দিতে।
আমার মানুষের প্রতি নেই বিদ্বেষ, সর্বদা সবার কল্যাণেই আমার আত্মোৎগস্বর্গ।