আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে গণহত্যার স্বীকৃতি দাবি

3
সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে গণহত্যার স্বীকৃতি দাবি।

আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী হত্যা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল গণহত্যার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা ও পাকিস্তানের রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক সংগঠন ওয়ান বাংলাদেশের সিলেট জেলা শাখার উদ্যোগে এ দাবি করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ‘সূর্যালোকে বর্ণমালায়’ শহীদ বুদ্ধিজীবী দিবসে সন্ধ্যা ৬ টায় আলোক প্রজ্জ্বলণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশের সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কৃষিবিদ দেবাশীষ সাহা, সদস্য অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, সহ-সভাপতি মোঃ তৌফিকুল আলম বাবলু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জীবন কৃষ্ণ সাহা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক সম্পাদক মো. মাকছুদার রহমান, কৃষিবিদ অশোক বিশ্বাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি উত্তম কুমার দাশ, সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ওয়ান বাংলাদেশের নেতৃবৃন্দ আলোক প্রজ্জ্বলণ করে শহীদ মিনারের বেদীতে গণহত্যার স্বীকৃতির দাবি ফুটিয়ে তোলেন। বিজ্ঞপ্তি