মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে সিলেট মুক্ত দিবস বিষয়ক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত

7
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সিলেট বিভাগীয় আহবায়ক ও মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট মুক্ত দিবস ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। বিভাগীয় কমিটির উদ্যোগে ১৮ ডিসেম্বর শনিবার বেলা ২ টায় সিলেট মহানগরের মানিকপীর রোডস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২১) বিকেলে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ কার্য্যালয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সিলেট মুক্ত দিবস বিষয়ক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি সাবেক মন্ত্রী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা অবঃ মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ দলের সিনিয়র নেতৃবৃন্দরা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. ফয়জুল করীম ময়ূন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সিসিক কাউন্সিলর রেজাউল হাসান লোদী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মঈনউদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির সদস্য সামিয়া বেগম চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আনসার উদ্দিন, সিলেট জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো.মঈনুল হক, মৎসজীবি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন খান, আব্দুল কাদের হালিমী, জেলা বিএনপি মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাহুর রহমান, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি মো. সোরমান আলী প্রমুখ। বিজ্ঞপ্তি