প্রবাসে যাতায়াতে অতিরিক্ত বিমানভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি

5
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে পরিষদের ৫১৬ কাকলী শপিং সেন্টারের কার্যালয়ে সাধারণ সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মো: আব্দুর রহমান চৌধুরী এডভোকেট।

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ১১ ডিসেম্বর শনিবার পরিষদের ৫১৬ কাকলী শপিং সেন্টারের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মোঃ ফয়জুল আহমদ। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নছির মিয়া ও সেলিম চৌধুরী, কমিটির সহ সভাপতি দেওয়ান আবিদুর রাজা চৌধুরী ও সদস্য মোস্তফা রুম্মান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট। সাধারণ সভায় জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০১৬-২০২১) ও যুক্তরাজ্য শাখার কার্যকরী কমিটিসহ সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে মোঃ মামুনুর রশিদ মামুনকে আহ্বায়ক, মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, মোঃ বেলাল উদ্দিন, মোঃ মাসুদ আহমদ ও এস.এম শাব্বীর আমীন তাহমীদকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আগামী ১৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় এবং ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটি গঠনের পর পুনরায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের নিয়ে শাখা কমিটি, আঞ্চলিক কমিটি ও প্রতিটি জেলা কমিটি, উপজেলা কমিটি সহ মহানগর কমিটি ও পৌর কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক অর্থ সম্পাদক মোঃ মাসুদ আহমদ। উপদেষ্টাদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইদ্রিস আলী ও অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ভূইয়া। আরো প্রবাসী প্রেমীদের মধ্য থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা মাহবুবুর রহমান চৌধুরী, মোঃ বেলাল উদ্দিন, প্রভাষক আমিনুর রহমান, মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট, তাসলিমা আক্তার আঁখি, শামীমা স্বাধীন, মারজিয়া আক্তার চৌধুরী, রুমা চৌধুরী, তারেক মোহাম্মদ রেদওয়ান, আমীন তাহমিদ। সভায় উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া ইমরুল, সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফ, মোঃ আশিক মিয়া, জাবেদুল ইসলাম দিদার, জুমান আহমদ, কয়েছ আহমদ সাগর, মোঃ ইফতেখার হোসেন মনি, জাহিদুল হোসেইন, খায়রুল জাফর চৌধুরী, ডাঃ মোহাম্মদ আরিফ আফজাল, এস.এম আব্দুল হাই পীর, মোঃ ফয়ছল আহমদ, আলা উদ্দিন, বাহারুল হুদা চৌধুরী, মোঃ জাহাঙ্গীর খান, আকিক রেজা, মোঃ গিয়াস উদ্দীন, তসলিমা বেগম, মোঃ মাহমুদুর রহমান ও কাজী জয়নুল ইসলাম মুনিম। সাধারণ সভায় সমাপনী বক্তব্য রাখেন ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপ-কমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন। বিজ্ঞপ্তি