সৎভাবে ব্যবসা করে ভাগ্যোন্নয়নের পাশাপাশি জনসেবা করা সম্ভব – ডা. আরমান শিপলু

5

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রত্যেক ধর্ম সৎভাবে ব্যবসা করাকে উৎসাহিত করে। আল্লাহ পাক ব্যবসা কে হালাল করেছেন। সৎ ভাবে ব্যবসা করে নিজের এবং পরিবারের ভাগ্যোন্নয়নের পাশাপাশি জনসেবা করা সম্ভব।
সোমবার (৬ ডিসেম্বর) নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন আয়ান মেডিসিন কর্নারের উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. শিপলু উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাজাহান আহমেদ, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রানা আহমদ শিপলু, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল ফার্মেসী ব্যবসায়ী সমিতির সভাপতি কাশেম আহমেদ, সিলেট মহানগর যুবলীগ নেতা সায়েম আহমেদ, জিহাদ আহমেদ, রশিদ আহমেদ, কয়েছ আহমেদ সেলিম আহমেদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রুবেল মুন্সি মুহিন, সুমন আহমেদ, রুপক দেব, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইম আহমেদ, ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মাহবুব আলম সোহাগ, শফিকুর রহমান, আজির উদ্দিন কামরান, শামিম আহমেদ, জুয়েল আহমেদ, তাওহীদুল ইসলাম মাহি, আমিনুর রাহমান মাহী, মাজহার প্রমুখ। বিজ্ঞপ্তি