প্রতীক্ষার শীতল প্রহর

7

নন্দিনী আরজু রুবী :

আমাদের দেখা হয় পৃথিবীর প্রান্তসীমায়,
দেখা হয় শীত সকালের নির্জনে
যখন ঝিঁঝিরাও ঘুমিয়ে পড়ে
নৈঃশব্দ্যের হিম-সিক্ত ভোরে…
শিশির ঝরার টুপটাপ শুধু
তন্দ্রাচ্ছন্ন আবেশ ডিঙিয়ে শব্দ বোনে।

শীতলতার ভিতর কথারা উষ্ণতা খোঁজে অধীর প্রতীক্ষায়,
কখন কুয়াশা ছিঁড়ে
স্বপ্নের ডানা ছুঁয়ে নামে রোদ্দুর…

আমাদের অপেক্ষা শুধু
বিষণ্ন ভাঙা হৃদয়ে,
এক মুঠো আলোর উষ্ণতায়…।