ছাতকে ৫১ প্রার্থীর মাঝে জামানত হারালেন ১৯ চেয়ারম্যান প্রার্থী

24

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন ১৯ চেয়ারম্যান পদ প্রার্থী। মোট ভোট কাষ্টিং এর ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামানত হারানো প্রার্থীরা হলেন, জাউয়াবাজার ইউনিয়নের রেজা মিয়া তালুকদার, আসাদুর রহমান, আল- আমিন, আসাদুল হক মঞ্জু, লায়েক আহমদ ও সুয়েব আহমদ রাজন। খুরমা (উত্তর) ইউপিতে এডভোকেট মনির উদ্দিন, ছাতক সদর ইউপিতে আসাদ আহমদ টিটু, ছৈলা আফজালাবাদ ইউপিতে আব্দুল খালিক, মিজানুর রহমান মানিক ও হাফিজুর রহমান। দেলারবাজার ইউপিতে আব্দুল ছালিক মিলন তালূকদার, চরমহল্লা ইউপিতে ছোরাব আলী, জালাল উদ্দিন, জসিম তালুকদার ও তাজুদ আলী। খুরমা (দক্ষিণ) ইউপিতে গোলাম আজম তালুকদার। কালারুকা ইউপিতে শেখ সেলিম আরাফাত মিয়া। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বলেন, মোট অংশ গ্রহনকারী ৫১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোট ভোট কাষ্টিংয়ের এক ভাগ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী ১৯ জনের জামানত বাজেয়াপ্ত করবে নির্বাচন কমিশন।