দোয়ারাবাজার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

3

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জর দোয়ারাবাজার উপজলার ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন- ১. বাংলাবাজার (আ’লীগর বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী এম আবুল হােসেন (চশমা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আ’লীগের বিদ্রাহী) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন রানা (ঘাড়া), ২ নং নরসিংপুর আ’লীগ মনানীত বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু (চশমা), ৩নং দোয়ারা সদর আ’লীগ মনানীত প্রার্থী আব্দুল হামিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম আব্দুল বারী (আনারস), ৪নং মানারগাঁওয় (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী ইজ্জত আলী মোটরসাইকল), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই দলর বর্তমান চেয়ারম্যান আবু হেনা আজিজ (আনারস), ৫ নং পান্ডারগাঁওয় আ’লীগ মনানীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান (মোটরসাইকল), ৬নং দোহালিয়া (আ’লীগর বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী শামীমুল ইসলাম শামীম (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আ’লীগর বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী নুর মিয়া (মোটরসাইকল), ৭নং লক্ষ্মীপুর আ’লীগর বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জহিরুল ইসলাম (মোটরসাইকল), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আ’লীগর বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিরুল হক (চশমা), ৮নং বাগলাবাজার আ’লীগ মনানীত মোহাম্মদ মিলন খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়ল (আনারস) এবং ৯ নং সুরমা ইউনিয়ন আ’লীগ মনানীত প্রার্থী এম এ হালিম বীর প্রতীক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি)স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ (মোটরসাইকল)।