পশুর হাটে আসা লোকজনদের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ

9
মাসিক কল্যাণ সভায় বক্তব্য রাখছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

ষ্টাফ রিপোর্টার :
মহানগর পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আসন্ন ঈদকে কেন্দ্র করে সিলেটে প্রবেশ করা পশুবাহী গাড়িতে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।
কোরবানির পশু কিনতে আসা লোকজন যাতে ছিনতাইয়ের শিকার না হন সেটা নিশ্চিত করার জন্য সকল অফিসারদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নাইওরপুলে এসএমপি’র সদর দপ্তরে অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষসহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণসহ র‌্যাব-৯ এর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, পিবিআই সিলেট এর প্রতিনিধি ও সি.আই.ডি সিলেট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত সভায় জুলাই মাসে ভাল কাজের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।