গোলাপগঞ্জ উপজেলার ১১ ইউপিতে নির্বাচন ২৩ ডিসেম্বর

4

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন ৪র্থ দফায় বুধবার (১০ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নসহ সিলেট ও দেশের ৪র্থ দফায় মোট ৮৪০টি ইউনিয়নের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে। গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে রয়েছে বাঘা ইউনিয়ন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, ফুলবাড়ী ইউনিয়ন, লক্ষ্মীপাশা ইউনিয়ন, লক্ষণাবন্দ ইউনিয়ন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন, ভাদেশ্বর ইউনিয়ন, শরিফগঞ্জ ইউনিয়ন, বাদেপাশা ইউনিয়ন, বুধবারী বাজার ইউনিয়ন ও আমুড়া ইউনিয়ন। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে, নির্বাচনের তারিখ ঘোষানার পরপর গোলাপগগঞ্জের জনসাধারণ ও প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে নির্বাচন নিয়ে আলোচনা ও পর্যালোচনা।