প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর বাইসাইকেল র‌্যালী

16
২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর বাইসাইকেল র‌্যালী।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যোগে বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় মহানগর কার্যালয় চত্ত্বরে র‌্যালী পূর্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগর সভাপতি আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান বলেন, দেশের স্বার্বভৌম আজ হুমকির মুখে। ইসলাম ও লাল-সবুজের পতাকা নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র অব্যাহত, এসব ইসলাম ও দেশদ্রোহী অপশক্তিকে রুখতে ছাত্র সমাজকে প্রহরীর ভূমিকায় থাকতে আহবান জানান।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট নগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুত্তাদির চৌধুরী রাকিব, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ ফয়জুল হাসান চৌধুরী।
সাইকেল র‌্যালিটি বন্দরবাজার মহাজনপট্টি কার্যালয় থেকে বাইসাইকেল র‌্যালি শুরু করে নগরীর কোর্টপয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবী বাজার, কাজির বাজার প্রদক্ষিণ করে কীনব্রীজের পাদদেশে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি ইসমাইল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক নাজির হোসাইন, কলেজ বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ তপু, স্কুল বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি