পরিবহন শ্রমিক নেতা ফলিককে আবারো বহিষ্কার, শ্রমিকদের মধ্যে উত্তেজনা

14

স্টাফ রিপোর্টার :
সিলেটের পরিবহন শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও আবু সরকার অতীতে একজন অন্যজনের পরিপূরক হয়ে থাকলেও তাদের সেই সম্পর্ক এখন আর নেই। একজন অন্যজনের নাম শুনলেই ক্ষেপে উঠেন।
কয়েক বছর থেকে তাদের বনিবনাও কম। সেই সাথে কে কাকে ঘায়েল করবেন সেই রুটিন অনুসারে তারা চলাফেরা করেন। একে অন্যকে ঘায়েল করতে শ্রমিকদের নিয়ে গড়ে তুলেন আলাদা বলয়। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে বহিষ্কার করেছেন সংগঠনের জেলা সভাপতি আবু সরকার।
বহুল আলোচিত ফলিককে আরেক বিতর্কিত পরবিহন নেতা আবু সরকার বহিষ্কার করা নিয়ে সিলেটের পরিবহণ শ্রমিকদের অভ্যন্তরে তোলপাড় চলছে। এ নিয়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত রোববার ৬ নভেম্বর দক্ষিণ সুরমা স্টেশন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ফলিককে বহিষ্কারের ঘোষণা দেন আবু।
বিষয়টি নজরে এসেছে জানিয়ে সেলিম আহমদ ফলিক বলেন, আবু সরকার আমাকে কোন ভাবেই বহিষ্কার করতে পারে না, সে আমাকে বহিষ্কার করার কে? আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
আবু সরকার বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের সংবিধান অনুযায়ী অচিরেই পুনরায় কমিটি গঠন করা হবে। বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে অব্যাহতি দেয়া হলো। সিলেট জেলা অটো-টেম্পু অটোরিক্সাচালক শ্রমিক জোট রেজি নং-২০৯৭ এর কমিটির বিরুদ্ধে একটি কুচক্রীমহল কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক।
জানা যায়, এর আগেও ২০২০ সালের ৯ জুলাই আলোচিত পরিবহন শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে বহিষ্কার করা হয়েছিল। পরিবহণ শ্রমিকদের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুহিত।