সিলেট চেম্বারের নির্বাচনে এসোসিয়েট শ্রেণীর প্রচারণা শুরু ॥ ব্যবসা বান্ধব পরিবেশ আধুনিক চেম্বার গঠনে এগিয়ে আসার আহবান

2

আসন্ন সিলেট চেম্বারে নির্বাচনে এসোসিয়েট শ্রেণীতে প্রচারণা শুরু করেছেন সিলেট ব্যবসায়ী পরিষদ এর প্রার্থীরা। ২ নভেম্বর সকালে সিলেট চেম্বার কার্যালয় প্রাঙ্গণ থেকে এসোসিয়েট শ্রেণীর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে সিলেট ব্যবসায়ী পরিষদ। এ সময় সিলেট ব্যবসায়ী পরিষদ এর নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট ব্যবসায়ী পরিষদ নবীন ও প্রবীণ প্রার্থীদের নিয়ে এসোসিয়েট শ্রেণীতে প্রার্থী দিয়েছে আশাকরি ব্যবসায়ীরা সিলেট ব্যবসায়ী পরিষদ এর এসোসিয়েট শ্রেণীর সম্ভাব্য প্রার্থীদের সমর্থন ও ভোটদানের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী করার মাধ্যমে বিগত চেম্বারের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ ও আধুনিক চেম্বার গঠনে এগিয়ে আসার আহবান জানান। পরে সিলেট ব্যবসায়ী পরিষদ এর নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ এর নেতৃেত্ব সিলেট ব্যবসায়ী পরিষদ এর এসোসিয়েট শ্রেণী সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেন। প্রচারণাকালে এসোসিয়েট শ্রেণী সম্ভাব্য পরিচালক প্রার্থী মাসুদ আহমদ চৌধুরী মাকুম, জিয়াউল হক, এমদাদ হোসেন, আব্দুর রহমান, আবুল কালাম, মোঃ রাজ্জাক হোসেন, গোলাম রাব্বানী ফারুক, সাহাদত করিম চৌধুরী, রুবেল আহমদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ এর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য শমশের জামাল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধোপাদীঘিরপার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট ব্যবসায়ী পরিষদ গত ৩১ আগষ্ট অর্ডিনারী শ্রেণীতে প্রচারণা শুরু করে। সিলেট ব্যবসায়ী পরিষদ অর্ডিনারী ও এসোসিয়েট শ্রেণীতে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তি