লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য – ফারুক আহমদ

2

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন বর্তমান সরকার দেশের যুব ও ছাত্র সমাজকে খেলাধুলায় জড়িত রাখার মাধ্যমে তাদের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দূরে রেখে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। তাই, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য।
লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য উল্লেখ করে ফারুক আহমদ আরও বলেন, প্রতিযোগিতার মাধ্যমে সকলর প্রতিভা বিকাশের সুযোগ পায়, তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এবং মনও যথেষ্ট উদার হয়।
খেলাধূলার মধ্য দিয়েই ছেলেমেয়েরা এগিয়ে যাক উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন বলেন, আর সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার প্রাথমিক স্কুল পর্যায় থেকেই মেয়েদের জন্য বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।
ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং দেশের মানুষের কাছেও এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে।
তাই গোয়াইনঘাট উপজেলার সকল যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে প্রতিনিয়ত খেলাধূলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে প্রাক্তন আন্তঃব্যাচ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ উপরোক্ত কথা গুলো বলেন।
পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং তামাবিল পাথর চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সদস্য ইসমাইল হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রাক্তন আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান সিরাজ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আল মামুন মনির, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সুভাস চন্দ্র পাল ছানাসহ জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ’র প্রাক্তন শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে প্রাক্তন আন্তঃব্যাচ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ২০০১ ব্যাচ বনাম ২০০৫ ব্যাচ ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে খেলা ০-০ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ২০০১ ব্যাচকে পরাজিত করে ২০০৫ ব্যাচ একাদশ।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দল ২০০৫ ব্যাচের গোলরক্ষক রিপন আহমেদ।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি, প্রাইজমানি ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।