মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

7

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ অক্টোবর শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, পৌর মেয়র মো. ফজলুর রহমান,জেলা কমিউনিউটি পুলিশিং জেলা কমিটির সভাপতি এডঃ শান্তিপদ ঘোষ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান।