আমাদের গ্রাম

10

ওসমান গণি :

আমাদের গ্রাম হলো
সবার চেয়ে সেরা
প্রাকৃতিক সৌন্দর্যে
চারিদিকে ঘেরা।

শাপলা ফুটে বিলের মাঝে
কোকিল ডাকে গাছে
ফুল বাগানে অপরূপা
প্রজাপতি নাচে।

আঁকা বাকা মেঠো পথে
তাল গাছের সাড়ি
নদীর পাড়ে গড়ে ওঠা
কালু মাঝির বাড়ি।

কৃষক কৃষাণ ফসল ফলায়
সারা গ্রাম জুড়ে
শিশু কিশোর আম গাছে
ধনুক তীর ছুড়ে।

আমদের গ্রাম যেনো
হাতে আঁকা ছবি
ভোর হলে পূব দিগন্তে
ভেসে উঠে রবি।

ফুলে ফুলে সাজানো
যেনো ফুলের দেশ
আমার গ্রাম সবার সেরা
রূপের নাইতো শেষ।