জেপিকেপি’র ২৬ নভেম্বরের জনসভা সাময়িক স্থগিত

4

বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার অরাজনৈতিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ২১ নভেম্বর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ. কে এম মাজহারুল ইসলামের কাছে পাসপোর্ট অফিসের বিরাজমান সমস্য দূরীকরণে হস্তক্ষেপ কামনা করে ১৭টি দাবি সম্বলিত কারণ সমূহ প্রদান করা হয়। ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয় (৬৪/এ বিহঙ্গ, কাজিটুলা, সিলেট)-এ জরুরীভাবে বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পাসপোর্ট অফিসের বিরাজমান সমস্যা নিরসনে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালকের ১৫ কার্যদিবসের মধ্যে পাসপোর্টের আবেদন গ্রহন ও প্রদানে সেবা গ্রহীতাদের সেবা প্রদানের আশ^াসের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর শনিবারের জেপিকেপি আয়োজিত জনসভা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। নির্দিষ্ট দিনের মধ্যে পাসপোর্ট অফিসের বিরাজমান সমস্যা দূরীকরণ ও সর্বসাধারণের জন্য পাসপোর্ট তৈরীতে অনুকুল পরিবেশ সৃষ্টি না হলে পূণরায় মতবিনিময় সভা করে জনসভার তারিখ নির্ধারণ করে জোরদার কর্মসূচী গ্রহণ করা হবে।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় বিশেষ সভায় বক্তব্য রাখেন জেপিকেপির উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, প্রচার সম্পাদক তারেক মোঃ রেদওয়ান ও সহ-প্রচার সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। বিজ্ঞপ্তি