হেমন্তকাল

8

জিয়াউর রহমান জিয়া :

হেমন্ত এসে জানান দেয়
শীতের পূর্বাভাস,
শিশির কণায় ভিজে থাকে
মাঠের দূর্বাঘাস।

ফুল ফসলে ভরা তখন
থাকে সারাদেশ,
হলুদবর্ণ সোনালী ধান
দেখতে লাগে বেশ।

হেমন্তে নবান্ন উৎসব
সবার মুখে হাসি
হরেক রকম পিঠা পুলি
খেতে ভালোবাসি।

কার্তিক আর অগ্রহায়ণে
হেমন্ত কাল আসে,
ফসল তোলায় ব্যস্ত কৃষক
আনন্দতে হাসে।

ঋতুর রানী হেমন্তকাল
রুপের নেইকো শেষ,
অপরূপ সৌন্দর্যে ঘেরা
আমার বাংলাদেশ