শ্রীমঙ্গলে ইছামতি চা বাগান ও পুঞ্জিতে বসবাসকারীদের যক্ষ্মারোগ স্ক্রিনিং

8

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা বাগানে চা বাগান ও পুঞ্জিতে বসবাসকারীদের যক্ষ্মারোগ স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ইছামতি চা বাগানে হীড বাংলাদেশ কর্তৃক ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ১০০ জন চা বাগানের শ্রমিকদের যক্ষ্মারোগ স্ক্রিনিং ও সম্ভাব্য রোগী শনাক্তকরণ করা হয়। শুরুতে উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করা হয়। ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ প্রকল্পের হীড বাংলাদেশ‘র কমিউনিটি ফ্যাসিলিটেটর সীমা দেবনাথের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাতগাঁও চা বাগানের সহকারি ব্যবস্থাপক (ইছামতি চা বাগান) আব্দুল মতিন, ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ প্রকল্পের হবিগঞ্জ জেলার সুপারভাইজার শাহ মো. মুহিবুল্লাহ, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি পিন্টু দেবনাথ, টিসিএ বাপ্পন দেব, হেড টিলাবাবু আব্দুল আজাদ, পঞ্চায়েত সভাপতি সুনীল তাঁতী, সাধারণ সম্পাদক স্বাধীন চাষা, মেডিক্যাল ষ্টাফ নৃপেন কূর্মী প্রমখ।
অনুষ্ঠানে যক্ষ্মারোগ সম্পর্কে সকলকে সচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানে যক্ষ্মারোগী শনাক্ত এবং তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য সহযোগিতা প্রদানের ব্যাপারে আলোকপাত করা হয়। বাগান ব্যবস্থাপক এ ব্যাপারে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।