গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন কার্যক্রমে অংশগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ

3

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশের ৬৪ জেলার একটি করে বধ্যভূমিতে গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়নের উদ্যোগ গ্রহণ করেছে। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা সমগ্র বাংলাদেশে যে বর্বরোচিত গণহত্যা সংগঠিত হয়েছে তাকে উপজীব্য করে পরিবেশ থিয়েটার নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি সিলেটের জন্য চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন বধ্যভূমিকে নির্বাচন করা হয়েছে। সিলেট জেলার গণহত্যার পরিবেশ থিয়েটারটি রচনার জন্য জনাব হাসান শাহরিয়ার এবং নির্দেশনার জন্য ফয়েজ জহিরকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক মনোনয়ন দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে গণহত্যার পরিবেশ থিয়েটার নাটকে অংশগ্রহণের জন্য (অভিনয়, কস্টিউম ডিজাইন, সেট ডিজাইন, প্রপস ডিজাইন, মিউজিক ডিজাইন ও লাইট ডিজাইন) সিলেট জেলার আগ্রহী নাটকসহ শিল্পের যেকোনো শাখায় যুক্ত নাট্য ও সংস্কৃতিকর্মীসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। আগামী ৩১ অক্টোবর ২০২১ বিকাল ৫টা পর্যন্ত পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের সাক্ষাৎকার পর্ব আগামী ৪ নভেম্বর ২০২১ সকাল ১০টা থেকে শুরু হবে। সাক্ষাৎকার পর্বে নির্বাচিতদের নামের তালিকা ৪ নভেম্বর ২০২১ বিকাল ৫টয় প্রকাশিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত নাট্য ও সংস্কৃতিকর্মীদের নিয়ে আগামী ৫ ও ৬ নভেম্বর ২০২১ তারিখ ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহীদের অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। বিজ্ঞপ্তি