রক্তক্ষরণ চলছে বুকে

2

শিমুল হোসেন :

হৃদয় তলে আগুন জ্বলে
নিভে নারে নদীর জলে
বাড়ছে শুধুই ক্ষত,
কষ্টে জীবন নষ্ট হলো
কোথায় মানুষ বলবে বলো
পুড়ছে অবিরত।

হৃদয় মাঝে খুন চড়েছে
দেশটাতে আজ ঘুন ধরেছে
নিচ্ছে না কেউ খোঁজ,
দেশ-প্রেমেতে মন দিলো না
করছে শুধুই টাল-বাহানা
খাচ্ছে লুটে রোজ।

যেমন করে সুখ লুটে খায়
ভণ্ড প্রেমিক মধুর ভাষায়
সবই যে তার ফাঁকি,
সোনার দেশটা ধ্বংস করে
ইচ্ছে মতো উদোর ভরে
দুঃখ কোথায় রাখি?

রক্তক্ষরণ চলছে বুকে
তাই দাঁড়ালাম আজকে রুখে
অস্ত্র হাতের কলম,
দেখছি সদায় দুরাচারে
কাঁদছে মানুষ গণহারে
কোথায় দেবো মলম?