ধর্ম সম্পর্কে ভালো করে না যেনে কোন পাণ্ডিত করা ঠিক নয় – মেয়র আরিফুল হক চৌধুরী

21
শ্রীহট্ট পুরোহিতমন্ডলী কর্তৃক প্রকাশিত বাৎসরিক শারদীয় সংখ্যা “বেদবার্তা-২০২১” এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের মধ্যে অনৈক্যের সৃষ্টি হওয়ায় সর্বত্র হাহাকার-হতাশা বিরাজমান। এর থেকে মুক্তি পেতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম সম্পর্কে ভালো করে না যেনে কোন পাণ্ডিত করা ঠিক নয়। ধর্মকে ভালো করে জানতে হবে। পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন অনেকটা নেই বলেই আমাদের প্রজন্ম হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এর থেকে উত্তরণের পথ আমাদেরকে বের করে আনতে হবে। ধর্মীয় সম্প্রীতির এই সিলেটকে আমরা কোনভাবেই কলুষিত হতে দেব না। তিনি যুব সমাজকে ভালো দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে সুন্দর একটি সমাজ বিনির্মাণে সকল ধর্মীয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি শুক্রবার (৮ অক্টোবর) মিরের ময়দানস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে শ্রীহট্ট পুরোহিতমন্ডলী কর্তৃক প্রকাশিত বাৎসরিক শারদীয় সংখ্যা “বেদবার্তা-২০২১” এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি পুরোহিতমন্ডলী প্রকাশিত ‘বেদবার্তা’র সফলতা কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, সিলেট মুরারিচাঁদ কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ নন্দলাল শর্মা, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ঢাকার মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ. কে. এম. লায়েক, লায়ন্স শিশু হাসপাতাল সিলেটের ডেপুটি চিফ কনসালটেন্ট ডা. রনজিত দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সহ সভাপতি পংকজ ভট্টাচার্য্য, এডভোকেট ত্রিলোক কান্তি ভট্টাচার্য্য, পুরোহিত মন্ডলীর প্রধান উপদেষ্টা মনোজ রঞ্জন চক্রবর্তী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নবীণ কুমার ভট্টাচার্য্য গণেশ, বেদবার্তা সম্পাদক অধ্যাপক রাকেশ চন্দ্র শর্মা, জয়ব্রত চক্রবর্তী যীশু, বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, শিবপ্রসাদ চক্রবর্তী নন্দন। শুরুতে গীতা পাঠ করেন পুরোহিত মন্ডলীর সহ সভাপতি বনমালি ভট্টাচার্য্য। অনুষ্ঠানে শ্রীহট্ট পুরোহিতমন্ডলীর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অন্যান্য অতিথিবৃন্দকে শ্রীহট্ট পুরোহিতমন্ডলীর পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়। অমিত ত্রিবেদীর নেতৃত্বে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীবৃন্দ। বিজ্ঞপ্তি