বন্ধ রেখে চোখ

4

কনক কুমার প্রামানিক :

হোক না যতই অনাচার থাকি দু’চোখ বুজে
করছে কারা এমন কর্ম দেখিনা তা খুঁজে।
নিজে বাঁচলে অনেক কিছু গোল্লায় সব যাক
ভাবার সময় নেই কারো মরলে মরে যাক।

সময় এখন বেজায় মন্দ থাকি সাবধানে
যে যতই পড়ুক বিপদে চাইনা করো পানে।
ভীতু যত বলুক মানুষ তুলিনা তা কানে
দেখায় না বেশী সাহস টান লাগে প্রাণে।

ভালো খারাপ বুঝিনা কিছু নিজে বাঁচতে চাই
রসাতলে সব গেলে পরেও করার কিছু নাই।
দেশের কথা ভাবেনা কেউ নিজ পোঁটলা বাঁধে
নিভৃতে তাই দেশ মাতা বুক ভাসিয়ে কাঁদে।