মক্তব শিক্ষা

8

সেলিম আহমদ কাওছার :

রোজ সকালে তুমি যদি ঘুমের ঘরে থাক
তুমার ছেলে/মেয়ে তবে মক্তব যাবে নাক।

মরার পরে চাও যদি বোন নেকীর কোন স্হান
রেখে যেতে হবে তবে তোমার নেক সন্তান।

নেক বানাতে হলে সন্তান শেখাও কোরআন
আল্লাহ তবে সহায় হবেন বাড়াবেন সম্মান।

আরবি তুমি না শিখিয়ে শেখাও যদি গান
তবে তোমার কবর হবে জানিও শ্মশান।

আরবি তাকে না শিখিয়ে শেখাও যদি নাচ
তবে তোমার জন্যে সে যে, হবে পাপের গাছ।

আরবি শেখা নামাজ-রোজা মোদের ফরজ কাজ
অলংকিত জীবন মানে এটাই মোদের সাজ।

তাইযে বলি ওহে ভাই-বোন হওনা আগুয়ান
মক্তব শিক্ষায় যত্ন নিয়ে বানাও নেক সন্তান।