এ জীবন সংসারের জন্য সীমাবদ্ধ নয়

6

রুদ্র রাকিব :

সংসার! জীবন। হোক সহজ সহজেই;
সংসার করলে সবকিছু সংসারের হয়?
মানুষের কিছু স্বাধীনতা প্রয়োজন হয়।
সংসারের বাহিরে। সীমাহীন সীমাবদ্ধ নয়।

সংসারে সবসময়ই কি সংসারের জন্য?
তুমিও মানুষ যেমন আমিও তেমন মানুষ।
মানুষ দিনশেষে ঘরে ফিরে; ক্লান্ত হয়ে।
তাঁকে আগে অন্তত সবল হওয়ার সময়টুকু দেন।
কারণ সে সংসারের হাল ধরেছে বলে।
আজ সে কাজ শেষে; ক্লান্ত হয়েও ঘরে ফিরে;
সাথে করে রোজ সংসারের জন্য কিছু নিয়ে আসে।
তাই বলে একের পরে এক সংসারের
অভাবের নোটিশ দেওয়ার মানেই কি সংসার?

তোমারও বুঝতে হবে; জানতে হবে তাঁকে
সংসার মানে জীবনকে সহজেই সহজ করে নেওয়া।
সে ঘরে ফিরার আগেথ
সবসময় সংসারের প্রয়োজনীয়তা বাদ দিয়ে;
তাঁকে বলতে শিখুন কবে বাড়ি ফিরবে।

সে যদি জিজ্ঞেস করে; কি প্রয়োজন আছে কি-না!
পারতে না বলুন। হয়তো পকেট ফাঁকা।
সেদিন তবুও দোকানদার থেকে বাকী করে নিয়ে আসে।
তোমার আবদার রাখতে গিয়ে;
তোমাকে সুখে রাখতে গিয়ে; অনেক ত্যাগ স্বাকার করে।

সংসারের জন্য সবসময় নয়; কিছু সময় আমার।
সংসারের জন্য জীবন উৎসর্গ করা
এর মানেই কি সুখী সংসার তোমার?
কিছুটা সময় বুঝে নিওথকিছু সময় মেনে নিও।
তবে বুঝতে দিও না! সে যেন না বুঝে।
সংসার খুব সুখী হয়; কেউ যদি এতো সহজে বুঝে!
সংসারের মাঝে এভাবেই তো সুখ আসে।।