তথ্য অধিকার দিবসে সুনামগঞ্জে সুজনের গোল টেবিল বৈঠক

7

তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যেই শক্তি, তথ্যই মুক্তি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে সুজন সু-শাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হলরুমে এ সভা হয়। সুজন- সুশাসনের জন্য নাগরিক, সুনামগঞ্জ জেলা কমিটির সিনিয়ির সহ সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও জেলা সুজনের নির্বাহী কমিটির সদস্য, প্রথম আলো নিজস্ব প্রতিবেদন খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিলে আলোচনায় অংশ নেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. নজরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, সৈয়দ মুহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজিআরা শাম্মী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, জাতীয় পার্টির জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি একে কুদরত পাশা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সুজনের সহ সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সদর উপজেলা সুজনের সভাপতি ফারুক আহমদ, জেলা সুজনের সদস্য মাইদুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতাহের ইসলাম, আবু সাঈদ, অর্থ সম্পাদক ফারুক মিয়া, দপ্তর সম্পাদক শহীদ নুর আহমেদ, প্রচার সম্পাদক সাংবাদিক আমিনুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলেনা আক্তার, সুজন সদর উপজেলা যুগ্মসাধারণ সম্পাদক আরফাত আজিজ সজিব , সদর উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান, মো. আশরাফ আলী, এহসানুল হক মাহি, মিনহাজুল হক রাহী, শাহবাব চৌধুরী, শাহ মামতি আদিব, জমু দাস, রেজাউল হক, সাংবাদিক সাইফ উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি