বিশ্বনাথে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৫ গ্রামবাসীর স্মারকলিপি ও সভা

3

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ-খাজাঞ্চি ও বিশ্বনাথ-অলংকারি রোডে সিএনজিচালিত অটোরিক্সা সংগঠন হঠাৎ করে সিএনজি অটোরিক্সার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিকার চেয়ে এবার স্মারকলিপি দিয়েছেন ১৫ গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ স্মারকলিপি দেন তারা। ইউএনও সুমন চন্দ্র দাশ হোম কোয়ারেইন্টেনে থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলা কোর্ট পয়েন্ট-৭০৭ শাখার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের চালকরা ওই দুই রোডে নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি তিন কিলোমটিারে ৫ টাকা হারে ভাড়া আদায় করছেন। এ বিষয় নিয়ে ওই শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করা হলেও তারা বিষয়টি আমলে নিচ্ছে না। তাই তারা (১৫ গ্রামবাসী) উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দুই রোডের সঠিক ও ন্যায্য ভাড়া নির্ধারণ করার দাবি জানান।
এদিকে ১৫ গ্রামের শতাধিক জনসাধারণের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১৫ গ্রামের আন্দোলন কমিটির আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই, আলা উদ্দিন ও আন্দোলন কমিটির সদস্য-সচিব শামছু মিয়া লালা।
স্মারকলিপি গ্রহণের সত্যতা স্বীকার করে এসিল্যান্ড মো. কামরুজ্জামান বলেন, ইউএনও স্যার সুস্থ হলেই এ বিষটি সমাধান করা হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী (শিমুলতলা), হিরণ মিয়া মেম্বার (টুকেরকান্দি), মকদ্দছ আলী (জানাইয়া), হাজী আব্দুল মন্নান মেম্বার (জানাইয়া নোয়াগাঁও), মাহবুবুর রহমান লিলু (শিমুলতলা), হাজী আব্দুল হাই (রাজনগর), কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ (কামালপুর), শামসু মিয়া লালাকে (রামধানা), হাবিবুল ইসলাম মেম্বার (বন্ধুয়া), হাজী আব্দুল বারী সুনু মিয়া (রামধানা), আসাব আলী (কামালপুর), মতছির আলী (পৌদনাপুর), রহিমুল ইসলাম (জানাইয়া নোয়াগাঁও), সমছু মিয়া (নোয়াগাঁও), রাজুক মিয়া রাজ্জাক মেম্বার (রামধানা), আব্দুল ওদুদ মেম্বার (অলংকারী), আব্দুল গফুর (নোয়াগাঁও), হাজী রইছ আলী (শিমুলতলা), গয়াস মিয়া (টেক কামালপুর), ছালেহ আহমদ তোতা (কামালপুর), আলা উদ্দিন (রামধানা), নজরুল ইসলাম (শেখেরগাঁও), ফারুক মিয়া (কামালপুর), রাসেল আহমদ (কামালপুর), আব্দুর রব সরকার (বন্ধুয়া), আজব আলী (জানাইয়া), দিলোয়ার হোসেন সজিব (শিমুলতলা), হাজী আবুল কালাম (রামধানা), আব্দুল হান্নান (শিমুলতলা), বাবলু আহমদ (টেক কামালপুর), আব্দুর রহমান, (রামধানা) সহ প্রায় তিন শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।