শেষের কথাটি

4

সাহেব মাহমুদ :

আমি আছি এক কাঁচা স্বপ্নঘোরে, গহীন শূন্যতায়,
তুমি চাইলে কুসুমাস্তীর্ণ পথ ছেড়ে হেঁটে যাব কণ্টকাকীর্ণ অনন্তের পথে।

তুমি- আমি, যদিও ভিন্ন ছবি তবুও প্রিয়জনের ভাষা বলে দুর্বোধ্য ছিলো না।

সবাই বলবে একী কাণ্ড?
অমৃতধারার পবিত্র মানুষটি শেষের কথাটি ভুলে মুখে তুলে নিলো বিষ পেয়ালা।

অদৃশ্য কারুকার্য তোমারই হাতে,
আমি আছি তৃণমূল সদৃশ অনিবার্ণ অপেক্ষায়।