সময়টা থমকে গেছে

17

তুহীন বিশ্বাস :

সময়টা থমকে গেছে অসময়ের দেয়ালে
ভাগ্যটা মিশে আছে অবিশ্বাসের খেয়ালে।
আস্থাগুলো ভূপতিত অনাস্থার সংক্রমণে
বিশ্বাস পাহাড় ধ্বসে পড়ে অন্ধত্বের সনে।

সূর্যটাও ঢেকে যায় কালো মেঘের ভেলায়
সঞ্চিত কষ্টগুলো বিষাক্ত জীবনের হেলায়।
হাসিটা মলিন হয়ে মূর্ছা যায় পরন্তু বেলায়
দুঃখের বোঝা ভারি হয় দুঃখীদের মেলায়।

তবু বেঁচে থাকতে হয় নিয়মের বন্দী জালে
দূর্বলতা ভাবছে বসে কি আছে তার ভালে।