গণধর্ষণ মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর জন্য সিলেট বারের আইনজীবীদের প্রতি মহানগর শিবিরের ধন্যবাদ

3

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ধর্ষকদের পক্ষে আদালতে না দাঁড়ানোয় সিলেট বারের আইনজীবীদের প্রতি ধন্যবাদ জানিয়েছে সিলেট মহানগর ছাত্রশিবির।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মামুন হোসাইন ও সেক্রেটারি সাইফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, ছাত্রলীগের নেতারা এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের মাধ্যমে ন্যাক্কারজনক ও জঘন্যতম কর্মকান্ড ঘটিয়েছে। যা দেশের সাধারণ মানষের মাঝে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
নেতৃবৃন্দ বলেন, এ ঘটনার মধ্য দিয়ে ধর্ষকরা আধ্যাত্মিক নগরী সিলেটকে কলুষিত করেছে। সোমবার ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান আসামিসহ দু’জনকে আদালতে হাজির করা হয়। আদালতে ধর্ষকদের পক্ষে সিলেট বারের কোন আইনজীবী দাঁড়াননি। সকল আইনজীবীই ধর্ষকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। নৈতিক অবস্থান থেকে ঘৃণ্য ধর্ষক আসামিদের পক্ষে না দাঁড়ানোয় সিলেট বারের আইনজীবীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি।
বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দ গণধর্ষণ মামলার সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি