শরৎকাল

4

জিয়াউর রহমান জিয়া :

ফসল সম্ভাবনার ঋতু
হলো শরৎকাল,
ভাটিয়ালি গান গেয়ে যায়
নৌকায় তুলে পাল।

নদীর তীরে সারি সারি
কাশফুলের মেলা,
নীল গগনে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা।

ভাদ্র মাসে তালের পিঠা
খেতে ভালবাসি,
জুই শেফালী শিউলি ছাতিম
ফোটে রাশি রাশি।

ঘাসের ডগায় শিশির বিন্দু
আলো যখন পরে,
লক্ষ কোটি হিরা মানিক
ঝলমল যেন করে।

ধবল জ্যোৎস্না থাকে তখন
তাঁরায় ভরা রাত।
কোঁচড় ভরে শালুক তোলে
ব্যথা করে হাত।