সিকৃবি ক্যাম্পাস পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদল ॥ উচ্চতর শিক্ষায় ভারত সবসময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে

1

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার নীরজ জওসওয়াল। প্রতিনিধি দলটিকে ক্যাম্পাসে সংবর্ধনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতি ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতাবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টরিয়াল বডি এবং প্রভোস্ট কাউন্সিলসহ উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, বুধবার (২৫ আগষ্ট) বেলা ১২টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে ভারতীয় হাই কমিশনের সাথে সিকৃবি কর্তৃপক্ষের একটি শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার সভাটির সভাপতিত্ব করেছেন। হাই কমিশনের এইচওসি টি.জি. রমেশ ও এন.কে. গঙ্গোপাধ্যায় সে সভায় উপস্থিত ছিলেন। সহকারী হাই কমিশনার নীরজ জওসওয়াল বলেছেন, উচ্চতর শিক্ষায় ভারত সবসময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও যুগ্ম গবেষণার দ্বার উন্মুক্ত হলো। তিনি আরো বলেন, কৃষিতে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। আলোচনাসভা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদলকে সমগ্র ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। এ সময় প্রতিনিধি দলকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত কিছু জারা লেবু ও বারমাসি শিম উপহার দেয়া হয়। বিজ্ঞপ্তি